শিরোনাম
◈ ড. ইউনূস পদত্যাগ করলে দেশ কোন সংকটে পড়বে? ◈ আইসিজেতে দায়ের ১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল ◈ রাজনীতিতে নতুন বাঁক, সংকট উত্তরণে দ্রুত রোডম্যাপে সমাধান দেখছে বিএনপি ◈ নির্বাচনের রোডম্যাপ জুনেই চায় জামায়াত: আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের ◈ সন্ধ্যায় ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি ◈ সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা ◈ মাঠ কাঁপা‌তে জুনে দে‌শে আস‌ছেন তিন প্রবাসী ফুটবলার ◈ অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে ◈ ইতা‌লিয়ান ফুটবল লি‌গ চ্যাম্পিয়ন নাপোলি ◈ ১৬ রানে ৭ উইকেট হারা‌নো আর‌সি‌বি হায়দরাবা‌দের  বিরু‌দ্ধে জিত‌তে পার‌লো না 

প্রকাশিত : ১৪ জুন, ২০২২, ০১:৫১ রাত
আপডেট : ১৪ জুন, ২০২২, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মুসলিম-বিদ্বেষ: আত্মঘাতী স্বপ্নদোষ!

মাসুদ রানা

মাসুদ রানা: আমি ধর্ম চর্চা করি না। তবে, ধর্ম সম্পর্কে জানার আগ্রহ আমার ইতিহাস, দর্শন ও বিজ্ঞানের মতোই প্রবল।  লণ্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে এসে যখন বিজ্ঞানের পদ্ধতি, দর্শন ও ইতিহাস সম্পর্কে জানতে ব্রতী হলাম, তখন জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় দেখলাম তিনটি ঐতিহসিক উপাদন : [১] প্রায় সবকিছুইর একটি প্রাচীন গ্রীক মূল, যা হয়তো ইউরোসেণ্ট্রিজমের প্রকাশ। [২] মধ্যযুগে ইসলামিক পৃষ্ঠপোষকতায় ও প্রচেষ্টায় অভূতপূর্ব উন্নয়ন ও উদ্ভাবন। [৩] ইউরোপে চর্চিত ইসলামিক জ্ঞান ও সভ্যতা থেকে ইউরোপীয় নবজাগরণ এবং আলোকায়ন।

ইহুদি বংশোদ্ভূত ব্রিটিশ-এ্যামেরিকান দার্শনিক ও ইতিহাসবিদ বার্ণার্ড লুইস ২০১৮ সালে ৯৮ বছর বয়সে প্রায়ত হয়েছেন। তিনি প্রাচ্যবিদ্যার বিশ্ববিখ্যাত পণ্ডিত। তাঁর লেখা ডযধঃ ডবহঃ ডৎড়হম গ্রন্থে বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ-সংশ্লেষণ করে দিখিয়েছেন মানব সভ্যতায় ইসলামের অসমান্তরাল অবাদন কী।

ভারতের প্রখ্যাত মার্ক্সবাদী-ঘূর্ণিত-মানবতাবাদী বিপ্লবী দার্শনিক বাঙালী হিন্দু বংশোদ্ভূত মানবেন্দ্র নাথ রায় তাঁর  Historical Role of Islam: An Essay on Islamic Culture রচনাতেও বলে গিয়েছেন বিশ্বের বৈপ্লবিক পরিবর্তনে ইসলামের ভূমিকা কী। তিনি আক্ষেপ করেছেন ইসলাম সম্পর্কে ভারতীয় হিন্দুদের অজ্ঞতা ও অনীহা লক্ষ করে। মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ভারতীয় সভ্যতার বিকাশে ইসলামের অবাদন ভারতীয় হিন্দু বা মুসলমানদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই বুঝতে সক্ষম হয়েছেন। আর, এর পেছনে রয়েছে ভারতে মুসলিম সাম্রাজ্যিক শাসনকে পরাজিত করে খ্রিষ্ট ধর্মানুসারী ইংরেজ শাসন প্রতিষ্ঠার পক্ষে চর্চিত হেজেমনি।

খ্রিষ্টীয়-ইউরোপীয় হেজেমনির প্রভাবে বাংলা থেকে যে হিন্দু ধর্মীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন শুরু হয়, তা মূলতঃ মুসলিমদের হাতে হিন্দুদের ঐতিহাসিক পরাজয়ের গ্লানি মুছে এগিয়ে যাওয়ার প্রয়াস, যার মধ্যে খ্রিষ্ট-প্রীতি ও মুসলিম-বিদ্বেষ লক্ষণীয়। 

আমার মনে হয়, ইসলাম-বিদ্বেষী ভারতীয়ত্ব হচ্ছে ভারতীয়দের জন্যে শেষপর্যন্ত আত্মবিধ্বংসী। কারণ, আধুনিক যুগের ভারতের ভিত্তি সৃষ্টি হয়েছে ভারতের মুসলিম শাসন যুগে। তাই, স্থাপত্য, ভাষা, সঙ্গীত, সাহিত্য, আইন, মূল্যবোধ, পোশাক, খাদ্য-সহ হেন বিষয় নেই, যেখান থেকে মসুলিম বা ইসলামিক উপাদন বিহীন।

ভারতীয় হিন্দুত্ববাদীরা ইসলামিক বা মুসলিম উপাদন বাদ দিয়ে যে ভারতীয়ত্বের দিবা স্বপ্ন দেখছে, তাদের এই স্বপ্নদোষেই তারা থেকে-থেকে ইসলাম-বিদ্বেষের বশে নানা কর্মসূচি হাতে নিয়ে দেশ-ব্যাপী ধর্মীয় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে থাকে। সম্প্রতি ভারতের হিন্দুত্বাবাদী শাসক দল বিজেপির দুই মুখপাত্র ইসলাম প্রবর্তক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে কটু মন্তব্য করে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে প্রতিবাদের ঢেউ সৃষ্টি করে শেষপর্যন্ত নিজেরাই বহিষ্কৃত হয়েছেন, তাতে ভারতের অভ্যন্তরীণ অসংহতি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকেই বাড়াবে।

আমি মনে করি সুচিন্তাসম্পন্ন ভারতীয়দের উচিত হবে মুসলিম-বিদ্বেষ থেকে মুক্ত হয়ে আত্মোন্নয়নে ব্রতী হওয়া। কেউ যদি মনে করে যে, পঞ্চদশ শতকের স্পেইনের মতো ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করা সম্ভব, তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বাস করেছে। ভারত রাষ্ট্রটি মুসলিম বৃত্তায়নের মধ্যে অবস্থিত। আর, এর সাথে আছে প্রতিদ্বন্দ্বী চীন। তাই, ভারতের সংখাগরিষ্ঠ হিন্দুদের জন্যে মুসলিম-বিদ্বেষী হওয়া নিতান্ত আত্মঘাতী হওয়ারই নামান্তর মাত্র! লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়