শিরোনাম
◈ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ ◈ যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচন: আগমুহূর্তে শিক্ষার্থীদের যে বার্তা দিলেন উপাচার্য ◈ বাগেরহাটে ৪ আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় হরতাল-অবরোধ, মোংলা বন্দরে স্থবিরতা ◈ চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনার প্রস্তাব, পায়রা বন্দর চালু হবে আগামী জুলাইয়ে ◈ কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, সিসিটিভিতে ধরা রহস্যময় ব্যক্তি ◈ জুলাই অভ্যুত্থান: মামলার কার্যক্রম গতিশীল করতে সাত সদস্যের কমিটি ◈ পুলিশের ৫৯ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ◈ ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় ◈ ‘চোরের মায়ের বড় গলার’ দিন শেষ, কাকে বললেন সারজিস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফ ওসমান হাদীর নামে ছড়ানো অন্তরঙ্গ ছবিগুলো ভুয়া, মার্কিন যুগলের ভিডিও থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক মিডিয়ায় প্রচার করা হচ্ছে। সম্প্রতি ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে শুরু হয় আলোচনা। সত্যিই কি ছবিগুলো ওসমান হাদীর? এবার জানা যাচ্ছে আসল সত্য।

ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা পুরুষ ব্যক্তিটি শরিফ ওসমান হাদী নন। বরং ইন্টারনেট থেকে অ্যান্টোনি ও এনা নামে বিদেশি এক যুগলের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে antxana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ফ্রেমের মিল লক্ষ করা যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি অ্যান্টোনি ও এনা নামে এক মার্কিন যুগলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

তাদের দুইটি সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ভিডিও তারা এই অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন।

অর্থাৎ ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি হাদী নন। সুতরাং শরিফ ওসমান হাদীর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবিতে মার্কিন যুগলের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়