শিরোনাম
◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০১:২০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন আঁকি?

ইকবাল আনোয়ার

ইকবাল আনোয়ার: আমার আঁকা একটা ছবি, পাখি যেন ফুলদানি, অল্প টানে রং পোন্সিলে আঁকা, মিনিমালিস্টিক দেখে রুমি আলম দিনে দিনে পাক্কা হচ্ছেন, এমন মন্তব্য করেছেন। সকালটা মনোরম, একটা বড় উত্তরই লিখে ফেলি তায়;-এটা একটা ইচ্ছা ও তার সাথে প্রচেষ্টা। যেকোনো মানুষের ক্ষেত্রে সমান। আমার কোনো বড় গুণ নাই, নির্গুণও নই আমি। কেউই তা নয়। ছবি আঁকার চেষ্টায় রত আছি বলেই হয়তো এমন হচ্ছে, যদি হয়ে থাকে কিছু। আমার মতে, আমার মধ্যে মাঝারিভাবে আছে সব। তোমার হয়তো আরো বেশি। প্রচেষ্টা চালালে তোমার হয়তো আরো ভালো হবে। অন্য কোনো ক্ষেত্রে, যেখানে তোমার ভালো লাগা আছে, সেখানে হচ্ছে। বড় উত্তর দিলাম একটু। পজেটিভ মন্তব্যটা আমায় আনন্দ দিলো, প্রেরণা দিলো, তাই দিলাম। প্রেরণার মূল্য অসীম। আজকাল আমি চেষ্টা করি মিনিমালিষ্টিকভাবে কী করা যায়, কেমন করে অল্পতে নতুন মেসেজ, নবতর নান্দনিকতা তৈরি করা যায়, সে দিকে যেতে। সৃষ্টি করতে, নানান দিক।

একেকরসময়ে একেকরকম টানে। শিল্পের অন্য শাখাও। কোনোটাতে স্থিরতা নেই। এটা কোনো ভালো কাজ নয় জানি। এটা প্রমাণ করে, ওই যে বললাম, একাগ্রতা, সেটা কোনো একক বিষয়ে বেশিদিন থাকে না আমার। এটা আমার ধারণা মতে কোনো গুণ নয়, হয়তো দোষ। আমার ফেসবুক বন্ধুদের মন্তব্য: কোন প্রকারের ছবি তারা পছন্দ করছেন, কোনটা কম পছন্দ করছেন, কোনটা ভালোভাবে নিচ্ছেন, কী বুঝছেন-সেটা থেকে শিখি।  তারা আমার শিক্ষক। এখানে নানা মত নানা রুচি নানা স্ফেয়ারের বন্ধু আছেন। এটাতে একটা রেন্ডম রয়েছে। তবে হাজার হাজার বছর কেটে গেলেও হয়তো এর কোনো কিনারা হবে না। এটা এক অনন্ত জার্নি। শিল্পের সব শাখাই এমন। বস্তুত জীবনের পারফেকশনের বোধ হয় সীমা নেই। কেন এটা করি? অনেকে জানতে চান। উত্তর: ভালো লাগে। অন্যের মনে দাগ কাটতে চাই। কিছু ম্যাসেজ দিতে চাই। অন্য কিছু ভালো পারি না। এটা একটু পারি, তাই। লেখক: চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়