শিরোনাম
◈ নগরবাসীর জন্য ডিএনসিসির সতর্কবার্তা ◈ এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির: শামীম পাটোয়ারী (ভিডিও) ◈ নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১ ◈ চিনি কমালেই ওজন নিয়ন্ত্রণ, ত্বক উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ◈ এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে আ‌মে‌রিকা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ◈ যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার ◈ সি‌রিজ জ‌য়ের পর লিটন দাস, আমি চেষ্টা ক‌রি প্রতিটি সিরিজ জেতার ◈ হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি ◈ টেলিযোগাযোগ খাতে আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান

মনিরুল ইসলাম: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে-রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।

এদিকে গত ২৭ আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার আগে ২০ আগস্ট সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা দেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সেনাবাহিনী প্রধান চীনের স্থল বাহিনীর Political Commissar General Chen Hui  এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়