চলমান ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় শাহবাগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি সংগঠনটির ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এতে সকল গণমাধ্যমকর্মীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।