শিরোনাম
◈ সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া ◈ এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ ◈ বাংলাদেশ ব্যাংকে শালীন ও পেশাদার পোশাকের নির্দেশনা, নারী-পুরুষ কর্মীদের জন্য স্পষ্ট বিধি ◈ আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমির (ভিডিও) ◈ যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো, দৃশ্যমান ঐক্য চান ড. মুহাম্মদ ইউনূস: আসিফ নজরুল (ভিডিও)

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চারটি রাজনৈতিক দল জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে এই কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা শুধু ঐক্যর কথা বলেননি, তিনি দলগুলোর ঐক্যটা আরেকটু দৃশ্যমান চেয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক কিংবা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক- দলগুলো একসঙ্গে থাকলে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। সব দলকে একসঙ্গে দেখে জনগণ খুশি হবে।’
 
রাজনৈতিক দলগুলো মাঠে যাই বলুক না কেন, যখনই উপদেষ্টার ডাক আসে তারা হাজির হন বলে জানান আইন উপদেষ্টা।
 
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তাদের ঐক্য নিয়ে কোনোরকম হতাশা বা প্রশ্ন থাকার প্রয়োজন নাই। ফ্যাসিবাদী পক্ষের দল মাঝে মাঝে মাথাচাড়া দেয়ার চেষ্টা রয়েছে। তাই প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে দলগুলো।’
 
 এর আগে রাত ৯টার দিকে চলমান পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে প্রধান চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নিজ দলের পক্ষে অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান নেতৃত্ব দেন দলের পক্ষে।
 
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি এই সংলাপে সরকারের তরফে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য। প্রায় দেড় ঘণ্টা চলে সংলাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়