শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রয়া লক্ষ্য করা যায়নি: প্রেস সচিব ◈ লালমনিরহাট, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ◈ জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার ◈ বিকৃত মস্তিষ্কের মানুষ মুফতি তালহা, বললেন হ্যাপি; পাল্টা অভিযোগ স্বামীরও (ভিডিও) ◈ ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, তুললেন ছবি উপদেষ্টা মাহফুজের সঙ্গে ◈ চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং কেন বেশি লাভজনক? ◈ নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন‌শি‌পের ফাইনালে বাংলাদেশ ◈ এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, ঘোষণাপত্রে যা বলা আছে (ভিডিও) ◈ নিষেধাজ্ঞার পর গোপনে সক্রিয়তা: পাল্টে যাবে কি আওয়ামী লীগের কৌশল? ◈ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিতে টেকসই সংস্কারে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার

জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতা প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যা আইন ও বিধি দ্বারা পরিচালিত হয়। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পোশাক, উপস্থাপনা, সেবা ও দৃঢ়তায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে। কোনো ধরনের অপেশাদার আচরণ কিংবা শিথিলতা গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে আচরণে বিনয়ী থাকতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রবিরোধী যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ডিএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করবে।’

তিনি বলেন, প্রতিটি থানায় আলাদা টিম করে তদন্ত, মাদক, চোরাই মাল উদ্ধারে কাজ করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর এবং মামলা নিষ্পত্তির হার আরও বাড়াতে হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এপ্রিলের সার্বিক অপরাধ পরিস্থিতি, যেমন: ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এ সময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন।

মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়