শিরোনাম
◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও)

ছাত্রদল পরিকল্পিতভাবে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, ছাত্রদল রাজনৈতিক ব্যবচ্ছেদে ও ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত।

আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদল একটি বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্যা দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা কাউকেই নির্দোষ দাবি করছি না। আমরা বলতে চাচ্ছি, ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে এখানে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে, সেই ফুটেজ থেকেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বুঝা যাচ্ছে না। তার পরিবার ভিডিও ফুটেজ থেকে আটজনকে নিহতের পরিবার এজাহারভুক্ত করেছেন। আমরা একবারও বলিনি, তারা নির্দোষ। কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে যেভাবে এখানে টানা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমরা মনে করি এটা একদমই উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। এই ঘটনা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেইসঙ্গে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটির নেতারা। উৎস: নিউজ২৪ ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়