শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও)

ছাত্রদল পরিকল্পিতভাবে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, ছাত্রদল রাজনৈতিক ব্যবচ্ছেদে ও ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত।

আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদল একটি বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্যা দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা কাউকেই নির্দোষ দাবি করছি না। আমরা বলতে চাচ্ছি, ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে এখানে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে, সেই ফুটেজ থেকেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বুঝা যাচ্ছে না। তার পরিবার ভিডিও ফুটেজ থেকে আটজনকে নিহতের পরিবার এজাহারভুক্ত করেছেন। আমরা একবারও বলিনি, তারা নির্দোষ। কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে যেভাবে এখানে টানা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমরা মনে করি এটা একদমই উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। এই ঘটনা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেইসঙ্গে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটির নেতারা। উৎস: নিউজ২৪ ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়