শিরোনাম
◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগ করার আহ্বান

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন।  এ সময় অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করতে বাংলাদেশ প্রস্তুতি  তুলে ধরেন তিনি।

আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের শান্তি অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রিক্স। এ সময় তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে  প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি জিনিস౼যা আমি উৎসাহিত করি౼তা হলো, শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি নারীদের অংশগ্রহণ।

তিনি জানান, ১১টি সক্রিয় মিশনের ১০টি জুড়ে ৫ হাজার ৬৭৭টি শান্তিরক্ষীর সঙ্গে বাংলাদেশ ধারাবাহিকভাবে শীর্ষ তিন সেনা/পুলিশ-অবদানকারী দেশের (টিপিসিসি) মধ্যে অবস্থান করছে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষায় আরও নারীকে নিযুক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরে বলেন, ‘আমরা নারীদের নির্দিষ্ট ভূমিকায় আটকে রাখতে চাই না। জাতিসংঘ শান্তি রক্ষার্থে সব দিক থেকে নারীদের নিয়োগে সহায়তা করবে।

তিনি জাতিসংঘের সদর দপ্তর ও মাঠ উভয় স্তরে জাতিসংঘের শান্তি রক্ষার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সমর্থন করেন। জাতিসংঘ কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যাপারে তারা বাংলাদেশকে সমর্থন করবে।

প্রধান উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেলকে নিশ্চিত করে বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘের পর্যবেক্ষণ কঠোরভাবে মেনে চলে এবং মানবাধিকার মেনে চলা জোরদার করতে প্রশিক্ষণ ও জবাবদিহির ওপর জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার সঙ্গে আরও সহযোগিতাকে স্বাগত জানায়।

আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টাকে জানানো হয় যে, পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল ১৩ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী সম্মেলনে যোগ দেবে।

সাক্ষাতে মিয়ানমারে চলমান সংঘাত এবং সীমান্তের ওপরে গোলাগুলিতে বাংলাদেশে বেসামরিক প্রাণহানি এবং নাফ নদীর পাড়ের জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পরিদর্শনের কথা স্মরণ করে বলেন, তার সফর রোহিঙ্গাদের  মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন আশা জাগিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়