শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।আজ শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না। আবার তাদের এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। তবে, জাতীয় স্বার্থে আলোচনায় বসা যেতে পারে। ’

দুই মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে দেশ থেকেই ৮০ ভাগ সমস্যা তৈরি হয়। পরে দূতাবাসগুলোকে তা সামলাতে হয়। এ জন্য প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।

কলকাতার তৎকালীন পাকিস্তান হাইকমিশনের কূটনীতিবিদ হোসেন আলীর নেতৃত্বে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। দিনটির স্মরণে প্রতিবছর ১৮ এপ্রিলকে ‘ফরেন সার্ভিস ডে’ হিসাবে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ফরেন সার্ভিসের কর্মকর্তাদের আরোও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কূটনীতিবিদ হুমায়ুন কবীর বলেন, ‘আজকের পৃথিবীর বাস্তবতা গেল পাঁচ দশকের চেয়ে ভিন্ন। নতুন বাস্তবতার আলোকে পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়