শিরোনাম
◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ মইনউদ্দিন সম্পর্কে যা জানা গেল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন।

আজ বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

শেখ মইনউদ্দিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মস্থল ত্যাগ করবেন।

অবকাঠামো খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মার্কিন প্রবাসী শেখ মইনউদ্দিনের। ২০২৩ সালে তিনি ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা ও পরিচালনা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন এবং এর আগে ২০১৬ সাল থেকে একই বিভাগের প্রোগ্রাম ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

লস অ্যাঞ্জেলেসের পাবলিক সেক্টরে বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প পরিচালনায় তার ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি লুইসিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।

শেখ মইনউদ্দিন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সভাপতির দায়িত্ব পালন করছেন। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়