শিরোনাম
◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

মাসুদ আলম : শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর রামমালায় অবস্থিত আনসার ও ভিডিপি কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন উপজেলার ২২ জন তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি সংঘটিত প্রলয়ঙ্করী বন্যায় কুমিল্লা রেঞ্জের অন্তর্গত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। আনসার ও ভিডিপির পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মহাপরিচালক নির্দেশনায় উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ জন গৃহহীন সদস্যের মাঝে ঘর মেরামত ও সংস্কারের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া, ইতিপূর্বে বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায় জনগণ ও আনসার-ভিডিপি সদস্যের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হয়।

গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক মাহবুবুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, কুমিল্লা জেলার ন্যায় অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।

গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ জেলার অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়