শিরোনাম

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২১ জুলাই ২০২৪) প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। সূত্র : সময়টিভি

বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এসময় দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সরকারপ্রধান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়