শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

মোঃ আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে মাদক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ধামরাই থানা এএসআই মোঃ উজ্জল হোসেন ও মোঃ শাহিনুর রহমান নামে দুই পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। 

মঙ্গলবার (২৯এপ্রিল) দিনগত রাতে কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন পুলিশ। আজ

বুধবার (৩০এপ্রিল) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে (২৮ এপ্রিল) বিকাল বেলা কেলিয়া উত্তর পাড়াআর্দশ গ্রামে ওয়ারেেন্টের আসামী ধরতে গিয়ে এমন ঘটনাটি ঘটে। রাতেই সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে ৫জনকে আসামী করে ধাম রাই থানায় একটি মামলা হয়। মামলা নং (৩২)। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন,  ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের  কেলিয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ ফরহাদ, একই এলাকার তরুণী মন্ডলের ছেলে প্রভাত মন্ডল।

পুলিশ জানায়, কেলিয়া উত্তর পাড়া আর্দশ গ্রামে ওয়ারেেন্ট ভুক্ত আসামী তামিলকারী পুলিশ কর্মকর্তা এ এস আই মোহাম্মদ উজ্জল হোসেন ও এ এসআই মোহাম্মাদ শাহিনুর  ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় ধরতে যায়। এই সময়  ওয়ারেন্টের আসামি সুব্রত মন্ডল ও বাদল নামে দুইজনকে  ধরতে অভিযান চালায়। এ সময় ওই আসামীরা মাদক সিন্ডিকেটের সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে তাদের আস্তানায় বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের আস্তানায় প্রবেশ করা  মাত্রই ওই সংঘবদ্ধ মাদক সন্ত্রাসীরা ওই দুই পুলিশ কর্মকর্তা সহ আভিয়ানি দলের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা চালায়।এরপর বিষয়টি ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামকে অবহিত করা হলে তিনি কিলো অফিসার এস আই সাখাওয়াত হোসেনকে সঙ্গীয় ফোর্স দিয়ে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ প্রদান করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে। 

এ ব্যাপারে মাদক সন্ত্রাসীদের হামলার শিকার  এস আই মোঃ উজ্জল হোসেন ও মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ওয়ারেন্টির আসামে ধরতে গেলে মাদক সন্ত্রাসীরা সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এরপর এস আই মোহাম্মদ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিযে হামলাকারী দুই মাদক সন্ত্রাসীকে গ্রেফতার করেন। 

এ ব্যাপারে ধামরাই থানার এস আই মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আসামি ধরতে গিয়ে এএসআই মোহাম্মদ উজল হোসেন ও এস আই মোহাম্মদ শাহিনুর ইসলাম মাদক সন্ত্রাসীদের হামলা শিকার হন। পরে ওসি স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ আস্তানায় অভিযান চালিয়ে পুলিশের উপর হামলাকারী ওই দুই মাদক সন্ত্রাসীকে গ্রেফতার করি। 

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ওয়ােরন্টের আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে এসআই সাখাওয়াত গিয়ে হামলাকারী দুই আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধের থানায় মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়