সৌদি আরবে মারা যাওয়া চট্টগ্রামের বোয়ালখালীর প্রবাসী আবুল মহসিনের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা।
সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট মারা যান তিনি। প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার ভাই কাজী এম নাসের।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল মহসিন সম্প্রতি সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে তার মরদেহ হাসপাতালটির মর্গে রয়েছে। আবুল মহসিন দুই সন্তানের জনক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পক্ষে আবুল মহসিনের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না।
আবুল মহসিনের বড় ভাই ওমান প্রবাসী আবুল মনসুর কুরবানির ঈদ উদযাপন করতে দেশে এলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।
মৃতের ছোট ভাই কাজী এম নাসের জানান, পরপর দুই ভাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। পরিবারে চলছে শোকের মাতম। মহসিনের ছোট দুইটি ছেলেমেয়ে রয়েছে। সরকার যদি সহায়তা করেন তাহলে আমার ভাইয়ের মরদেহ আনা সম্ভব হবে।
আবুল মহসিনের স্ত্রী জানান, আমার ২ বছরের এক ছেলে ও ৮ বছরের এক মেয়ে আছে। তার স্বামীর মরদেহ দেশে আনার জন্য সরকার ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানান। উৎস: যুগান্তর।