শিরোনাম
◈ লিও‌নেল মেসি কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার ◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নিউইয়র্কে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’র কমিটি গঠিত

মনিরুল ইসলাম: যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’ আত্মপ্রকাশ করেছে। এনটিভির যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয় । 

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে এনটিভির সাবেক সিনিয়র নিউজ  প্রেজেন্টার শামছুন্নাহার নিম্মি (সহ-সভাপতি), বাংলাভিশনের সাবেক  রিপোর্টার জাহিদা আলম (সহ-সাধারণ সম্পাদক), নিউজ টুয়েন্টি ফোরের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আরিফুর রহমান (সাংগঠনিক সম্পাদক) এখন টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি এম এ আহাদ (অর্থ সম্পাদক) এবং  নির্বার্হী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে সোহেল মাহমুদ (প্রবাসী টিভি/আরটিভি), ইলিয়াছ হোসাইন (১৫ মিনিটস/ইটিভি), সৌরভ ইমাম (আইবিটিভি), আরিফুজ্জামান আরিফ ও আহসান পলাশ।   

এছাড়া ৩ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা করা হয়েছে; তারা হলেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ বিশ্লেষক ড. কনক সরওয়ার,  নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।  

১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’র কমিটির নাম ঘোষণা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। ঢাকায় বিভিন্ন টেলিভিশনে  কাজ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মূলত তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।  

নবগঠিত সংগঠনের সভাপতি ফরিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্য ও আদর্শ এবং আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, শাহাব উদ্দিন সাগর, সহ-সভাপতি শামছুন নাহার নিম্মি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক জাহিদা আলমসহ অনান্য নেতৃবৃন্দ।  সভায়  শিগগিরই অভিষেক অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়। 

সভাপতি ফরিদ আলম জানান,  দেশ-বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়