শিরোনাম
◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট ◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে বাংলাদেশ সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হলো আমিরাত সরকারের অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমিতি'র সাধারণ সভা ও নির্বাচন। গত রবিবার (৬ জুলাই) আবুধাবির একটি হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্টের সম্মানিত কর্মকর্তা মোহাম্মদ আল আমরী, ড. জামিল আল আমালাওয়ী ও মোহাম্মদ আল বেলুছি।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর সালাম তালুকদার। বার্ষিক অডিট ও কার্যক্রম প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ আজম খান।

সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় এবং প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন আব্দুল সালাম তালুকদার এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন শওকত আকবর। কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব পান মাহমুদ আজম খান।

বোর্ড অব ডিরেক্টরস হিসেবে নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

আব্দুল কুদ্দুস খালেদ, জাকির হোসেন খতিব, মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদার, প্রকৌশলী আশীষ বড়ুয়া, ইসমাইল হোসেন তালুকদার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আবুল বাশার, জাকির হোসেন জসিম, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, শেখ কামরুল হক, নুর হোসেন সুমন, জোবাদুল করিম, ফরিদ আহম্মেদ তালুকদার, আতাউর রহমান, প্রকৌশলী মফিজুর ইসলাম, এবং মোহাম্মদ জিয়া উদ্দিন।

মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্ট নবনির্বাচিত ২৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটিকে দুই বছরের মেয়াদের জন্য অনুমোদন প্রদান করেছে।

এই সভা ও নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়