শিরোনাম
◈ জমি-ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচে বড় ছাড়: বাজারমূল্যে দলিল বাধ্যতামূলক করার উদ্যোগ ◈ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, অপেক্ষা সরকারের সবুজ সংকেতের ◈ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার ◈ সিরাজগঞ্জে হামলার আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ, সরিয়ে নিচ্ছে আসবাবও (ভিডিও) ◈ সেনাপ্রধানকে নিয়ে ’পিওর গুজব ছড়ানো হচ্ছে’, এই ধরনের তথ্য ছড়াচ্ছে, তারা দেশে অস্থিরতা তৈরি করতে চায় : প্রেস সচিব ◈ বিদেশি অপারেটরকে টার্মিনাল? রাজনৈতিক মহলে তুমুল বিরোধিতা ◈ জব্বার মণ্ডলের ওপর সত্যিই কি হামলা হয়েছে? যা জানাগেল ◈ সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করা হয়েছে: মির্জা ফখরুল ◈ নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান ◈ ২০২৪ সালে শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ

সম্পাদক পরিষদ ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর একটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২০ মে) বিকালে সংগঠনটির পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়, ১২ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে ১১ মে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। প্রকাশিত গেজেটে দেখা যায়, অধ্যাদেশে একটি ধারা যুক্ত হয়েছে। ২০০৯ সালের ১৬ নম্বর আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ)-তে বলা হয়েছে, ‘উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনও প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনও মাধ্যমে যে কোনও ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে।’

এতে আরও বলা হয়, ‘অধ্যাদেশটির নতুন ধারার প্রয়োগ দেশের মানুষের স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের অধিকারের ব্যাপকতাকে সীমিত করতে পারে; যা উদ্বেগজনক এবং সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে। অপব্যবহারের সুযোগ থাকে- অধ্যাদেশে এমন একটি ধারার সংযোজন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কাম্য নয়।’

ধারাটি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। ধারাটি স্থগিত এবং পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়