শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ১০:০২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শাকিল-ফারজানার জামিন স্থগিত

শিক্ষার্থীদের আন্দোলনের সময় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক এ আদেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক দ্য ডেইলি স্টারকে বলেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের আবেদনটি ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

শাকিল ও ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে শাকিল ও ফারজানার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

গত বছরের ২১ আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে শাকিল ও ফারজানাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২০ জানুয়ারি রুবেল হত্যা মামলায় এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট।

এ ঘটনায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৪৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আসামিরা জড়িত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, রুবেল গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর মারা যান। এ মামলায় গত ৩১ আগস্ট শাকিল ও ফারজানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়