শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের গোপন সূচক হাতের মুঠোর শক্তি

জার খোলার সময় ঢাকনায় চাপ দেওয়া, বাজারের ব্যাগ বহন করা, দরজা ঠেলা কিংবা হোঁচট খেলে নিজেকে সামলে নেওয়ার মতো সাধারণ কাজগুলোতে আমরা প্রতিদিন হাতের শক্তির ওপর নির্ভর করি। কিন্তু এই হাতের মুঠোর শক্তি—যাকে গ্রিপ স্ট্রেংথ বলা হয়—শুধু দৈনন্দিন কাজেই নয়, ভবিষ্যতের স্বাস্থ্য ও আয়ুর ইঙ্গিত দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, একজন মানুষ কতটা জোরে হাত মুঠো করতে পারেন, তার সঙ্গে সামগ্রিক স্বাস্থ্য, বয়সজনিত পরিবর্তন এমনকি মৃত্যুঝুঁকিরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির কাইনেসিওলজিস্ট পিট রোহলেডারের মতে, গ্রিপ স্ট্রেংথ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের একটি অত্যন্ত অবহেলিত কিন্তু কার্যকর সূচক। মাত্র কয়েক সেকেন্ড হাত চেপে ধরার মাধ্যমেই বোঝা যায় একজন মানুষ কীভাবে চলাফেরা করেন, কী খান, কতটা বিশ্রাম নেন এবং সামগ্রিকভাবে তার জীবনযাপন কেমন।

গ্রিপ স্ট্রেংথ পরিমাপ করা হয় একটি বিশেষ যন্ত্র দিয়ে, যেখানে কিছুক্ষণ জোরে ধরতে হয়। এই সহজ পরীক্ষাটি শুধু হাতের পেশির শক্তিই নয়, বরং স্নায়ুতন্ত্র, জয়েন্ট, টেন্ডন, হৃদ্‌যন্ত্র ও শরীরের বিপাক ব্যবস্থার অবস্থাও ইঙ্গিত করে।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী গ্রিপ স্ট্রেংথ মানে হলো ভালো মানের পেশি, কার্যকর স্নায়ুতন্ত্র, পর্যাপ্ত রক্তপ্রবাহ ও অক্সিজেন সরবরাহ এবং ভালো ইনসুলিন সংবেদনশীলতা। এ কারণেই অনেক গবেষক গ্রিপ স্ট্রেংথকে রক্তচাপ বা বিএমআইয়ের মতো গুরুত্বপূর্ণ “ফাংশনাল ভাইটাল সাইন” হিসেবে বিবেচনা করছেন, যা অনেক ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য।

দীর্ঘায়ুর সঙ্গেও গ্রিপ স্ট্রেংথের সম্পর্ক স্পষ্ট। বিশ্বের বিভিন্ন বড় গবেষণায় দেখা গেছে, যাদের গ্রিপ স্ট্রেংথ কম, তাদের হৃদ্‌রোগ, ক্যানসারসহ নানা কারণে মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি। ১৭টি দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের ওপর করা এক গবেষণায় দেখা যায়, ভবিষ্যৎ মৃত্যুঝুঁকি নির্ণয়ে গ্রিপ স্ট্রেংথ সিস্টোলিক রক্তচাপের চেয়েও কার্যকর সূচক হতে পারে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, দুর্বল গ্রিপ স্ট্রেংথ শরীরের ভেতরের জৈবিক বয়স বেশি হওয়ার ইঙ্গিত দেয়। ডিএনএ-ভিত্তিক গবেষণায় দেখা গেছে, যাদের গ্রিপ শক্তিশালী, অনেক সময় তাদের জৈবিক বয়স প্রকৃত বয়সের চেয়েও কম থাকে।

হাতের শক্তি ভালো হলে শরীর বড় কোনো অসুখ বা অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বেশি। ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞ আরদেশির হাশমি জানান, গ্রিপ স্ট্রেংথ থেকে বোঝা যায় অসুস্থতার সময় শরীর কতটা ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে। গবেষণায় আরও দেখা গেছে, দুর্বল গ্রিপ স্ট্রেংথ থাকলে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, হাঁটার গতি কমে, সিঁড়ি ভাঙা ও দৈনন্দিন কাজে সমস্যা হয়। এমনকি মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। যাদের গ্রিপ শক্তিশালী, তাদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগ কম দেখা যায় এবং মস্তিষ্কের গঠন তুলনামূলকভাবে সুস্থ থাকে।

হাতের মুঠোর শক্তি কোনো জিমে তোলা নম্বর নয়, বরং এটি শরীরের ভেতরের শক্তি ও সুস্থতার নির্ভরযোগ্য প্রতিফলন। আজ আপনি কতটা জোরে হাত চেপে ধরতে পারেন, সেটিই হয়তো বলে দিতে পারে ভবিষ্যতে আপনি কতটা সুস্থ থাকবেন। তাই পরের বার জার খুলতে বা কারও সঙ্গে হাত মেলাতে গিয়ে মনে রাখবেন—আপনি শুধু একটি কাজই করছেন না, বরং নিজের স্বাস্থ্যের একটি নীরব পরীক্ষাও দিচ্ছেন।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি

  • সর্বশেষ
  • জনপ্রিয়