শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের বলিরেখা দূর করে জৌলুস ফেরাতে কার্যকর চার ধরনের তেল

বয়স বাড়ার সঙ্গে বলিরেখা পড়া খুব স্বাভাবিক। বয়সের সঙ্গে ত্বককে টানটান ও মজবুত রাখার প্রোটিন কোলাজেন ও ইলাস্টিন কমে যায়। এ উপাদানগুলির অভাবে ত্বক শুষ্ক ও পাতলা হয়ে নিচের চর্বির স্তর হ্রাস পেয়ে বলিরেখার সৃষ্টি করে। এছাড়াও বলিরেখার ক্ষেত্রে বংশগত, জীবনযাপন রীতি, পরিবেশ, খাদ্যাভ্যাস, ধূমপান ও সূর্যের আলোও দায়ী। 

অনেকে ত্বকে বলিরেখা দূর করতে নানা ধরনের লোশন, তেল ও দামি বিউটি প্রোডাক্টস ব্যবহার করেন।  কিছু সঠিক কিছু তেল ব্যবহারের মাধ্যমে যত্ন নিলে ত্বকের বলিরেখা দূর করা সম্ভব। 

ন্যাচারাল অয়েল

ত্বকের জৌলুস ফেরাতে এবং আর্দ্রতা বজায় রাখতে ও রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে ন্যাচারাল অয়েল।  ল্যাভেন্ডার তেল ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করে,রোজমেরি অয়েল ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে, চন্দন তেল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তোলে।  তবে এসব তেল ত্বকে সারাসরি দেওয়া ঠিক নয়। বরং নারিকেল বা অন্য ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে লাগানো ভালো।  

অলিভ অয়েল

শুধু রান্নার জন্য নয় পলিফেনল, বিশেষ করে ওলিওক্যান্থাল এবং ওলিএসিনে পূর্ণ অলিভ অয়েল ত্বকের বলিরেখা কমাতে এবং ত্বকের চেহারা উন্নত করতে সহায়তা করে। এটি গভীরভাবে ত্বককে হাইড্রেট করে। অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করতে পারেন ত্বকে। এটি বলিরেখা দূর করার পাশাপাশি ত্বক নরম ও কোমল করবে।

জোজোবা অয়েল

জোজোবা তেল ত্বকের প্রাকৃতিক সিবামের মতো, তাই সব ধরনের ত্বকের জন্য এ তেল উপকারী। জোজোবা তেল ত্বককে হাইড্রেট করে, তেল উৎপাদনে ভারসাম্য রক্ষা করে। এ তেলে প্রাকৃতিকভাবে থাকা ভিটামিন ‘ই’ অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। এর ফলে ত্বকের বলিরেখা রোধ হয়। 

ভিটামিন ‘ই’ তেল 

ত্বকের জন্য ভিটামিন ‘ই’ তেল সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে একটি। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে, কোষ মেরামতে সহায়তা করে এবং অকাল বার্ধক্য রোধ করে। ভিটামিন ‘ই’ তেল সাধারণত অন্যান্য ক্যারিয়ার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়। এ তেল ত্বকের পুষ্টি জোগায়। রাতে ঘুমানোর আগে ভিটামিন ‘ই’ তেল ব্যবহার করা ভালো, কারণ এটি তেলকে সম্পূর্ণরূপে শোষিত হতে দেয়। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়