শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারেই বদলে যায় শরীরের ঘ্রাণ: বলছে গবেষণা

মানুষের শরীরের একটি স্বাভাবিক গন্ধ রয়েছে, যা জিন, হরমোন, বয়স ও স্বাস্থ্যসহ নানা কারণে পরিবর্তিত হতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, ব্যক্তির খাদ্যাভ্যাসই শরীরের গন্ধে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমরা কী খাই, তা সরাসরি নির্ধারণ করে দেয় শরীর থেকে কেমন ঘ্রাণ বের হবে—মনোরম নাকি অস্বস্তিকর।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্টারলিংয়ের অধ্যাপক ক্রেইগ রবার্টস জানিয়েছেন, শরীরের গন্ধ নানা উপাদানের মিশ্রণ হলেও খাদ্য এমন একটি বিষয়, যা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খাবার শুধু শ্বাস বা ঘামের গন্ধই পরিবর্তন করে না, বরং ব্যক্তির সামগ্রিক আকর্ষণীয়তাকেও প্রভাবিত করে।

ফল ও সবজি শরীরের গন্ধে যুক্ত করে মিষ্টি ঘ্রাণ

অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা যায়, যাদের খাদ্যতালিকায় ফল ও সবজির পরিমাণ বেশি, তাঁদের শরীর থেকে বের হয় ফুলের মতো মিষ্টি ও সতেজ গন্ধ। গবেষকদের মতে, গাজর, টমেটো, কুমড়া, পেঁপে ইত্যাদিতে থাকা ক্যারোটিনয়েড ত্বকে জমে শরীরের প্রাকৃতিক ঘ্রাণকে আরও আকর্ষণীয় করে তোলে।

অন্যদিকে, যারা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট—চাল, রুটি, আলু—কেন্দ্রিক খাবার খান, তাঁদের শরীর থেকে অপেক্ষাকৃত কম আকর্ষণীয় গন্ধ পাওয়া যায়।

রসুন খেলে বাড়ে শরীরের আকর্ষণীয় ঘ্রাণ

রসুনের তীব্র গন্ধ অনেকেরই অপছন্দের হলেও গবেষণা বলছে ভিন্ন কথা। চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটির বিজ্ঞানী ইয়ান হাভলিচেকের গবেষণায় দেখা গেছে, যারা রসুন বেশি খান, তাঁদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে।

বিজ্ঞানীদের ধারণা, রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে, ফলে শরীর থেকে বের হয় আরও সতেজ ও স্বাস্থ্যকর ঘ্রাণ।

শীতের সবজি ঘ্রাণে রাখে প্রভাব

শীতের মৌসুমে পাওয়া ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম ইত্যাদিতে সালফার যৌগ থাকে, যা শরীরের ঘ্রাণে তীব্রতা যোগ করতে পারে। তবে গবেষকরা বলছেন, এই যৌগগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা বাড়িয়ে শরীরের ঘ্রাণকে ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে সহায়তা করে।

মাংস কমালে ঘ্রাণ আরও হালকা

২০০৬ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা দুই সপ্তাহ মাংস খাওয়া বন্ধ রেখেছিলেন, তাঁদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি মনোরম লেগেছে। বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন, মাংস হজমের ফলে শরীরে কিছু অ্যামাইন ও চর্বিজাত যৌগ তৈরি হয়, যা ঘামের সঙ্গে বের হয়ে তীব্র গন্ধ তৈরি করতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মাংস পুরো বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম।

চা–কফি বাড়ায় ঘামের গন্ধ

চা ও কফি ঘামগ্রন্থি সক্রিয় করে ঘাম এবং গন্ধ—দুটোই বাড়িয়ে দিতে পারে। যারা প্রতিদিনের শুরুতেই কফির উপর নির্ভরশীল, তাদের শরীরের প্রাকৃতিক গন্ধে এ প্রভাব পড়তে পারে।

গবেষকদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাস শুধু শরীর গঠন বা স্বাস্থ্যেই নয়, শরীর থেকে বের হওয়া স্বাভাবিক ঘ্রাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে খাবার নির্বাচনেও সতর্কতা জরুরি।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়