শিরোনাম
◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে মুরাদনগরে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা ◈ ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ ◈ বাজারে আস‌তে শুরু ক‌রে‌ছে কালীপুরের রসালো লিচু

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ৪৬০

বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-এর ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ), রাইটারসহ ১০টি শাখায় লোকবল নিয়োগ করা হবে। 
 
পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।
পদসংখ্যা: ৩২৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
 
পদের নাম: মেডিকেল।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: পেট্রোলম্যান।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: রাইটার।
পদসংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: স্টোর।
পদসংখ্যা: ২২টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: মিউজ।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: এমওডিসি (নৌ)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: কুক।
পদসংখ্যা: ২৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: স্টুয়ার্ড।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
 
পদের নাম: টোপাস।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
 
শারীরিক যোগ্যতা সিম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৮ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।

অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫–৪ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। এমওডিসি (নৌ)–উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
 
বয়স ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক ও মহিলা নাবিক: ১৭–২০ বছর। এমওডিসি (নৌ) : ১৭–২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
 
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়