শিরোনাম
◈ শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত ◈ মব ভায়োলেন্সকে উৎসাহিত ও নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন: তারেক রহমান ◈ জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা (ভিডিও) ◈ আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি: পুলিশ সদর দপ্তর ◈ অনিয়মের অভিযোগে বাতিল হলো ‘বিনিময়’ ◈ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে উত্তাপ, রাশিয়া-ইরান থেকে তেল কিনে চীনের ‘চ্যালেঞ্জ’ ট্রাম্পকে ◈ ‘বিপ্লব বিক্রি করে দিচ্ছে’: হাসিনার পতনের এক বছর পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশে ◈ ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার ◈ কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল? ◈ গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কাবার ইমাম যে সতর্ক বার্তা দিলেন

শায়খ ইয়াসির আদ-দাওসারী

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী সম্প্রতি জুমার খুতবায় মুসলিমদের সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব এবং ভুয়া ফতোয়ার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।"

শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, “এমন মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকেই জানুক, তারা কী শেয়ার করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।"

তিনি বিশেষভাবে সতর্ক করেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা ফতোয়া ছড়িয়ে আলেমদের সম্মানহানি করা হচ্ছে, যা শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো মুসলিম সমাজের জন্য ক্ষতিকর।

প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে শায়খ ইয়াসির বলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তিনি প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, "সৌদি আরব প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটি সমাজ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে, তবে, ভারসাম্য না রাখলে প্রযুক্তি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।"

শায়খ ইয়াসির আদ-দাওসারী সময়ের সঙ্গে প্রযুক্তির সুফল ও অপব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিমদের নিজেদের জীবন ও সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানান।

তথ্যসূত্র : সউদী গেজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়