শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মে‌রিকা সরকা‌রের ‌বেতনভুক্ত দেড় লা‌খের বে‌শি কর্মচারী চাকরী ছে‌ড়ে দি‌লেন

এল আর বাদল: আমেরিকায় প্রায় ৮০ বছরের মধ্যে একক কোনো বছরে এটি সবচেয়ে বেশি চাকরি ছাড়ার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স। চাকরি ছেড়ে দেওয়ার বিপরীতে বিভিন্ন সুবিধা নিয়ে চলতি সপ্তাহে সরকারি কাজ ছাড়ছেন ফেডারেল সরকারের বেতনভুক্ত দেড় লাখের বেশি কর্মী।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর থেকে গণহারে এ প্রস্থানকে প্রাতিষ্ঠানিক দক্ষতার ক্ষতি হিসেবে দেখছেন শ্রমিক সংঘ সংশ্লিষ্ট ও শাসন পরিচালনা বিশেষজ্ঞরা। ---  বাংলা‌নিউইয়র্ক

সেপ্টেম্বর নাগাদ বেতন নিশ্চিত করে আগেই চাকরি ছেড়ে যাওয়ার কর্মসূচিতে অন্তর্ভুক্ত কর্মীদের আনুষ্ঠানিক পদত্যাগ শুরু হয়েছে মঙ্গলবার।

ফেডারেল জনবল সংকোচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মপদ্ধতির মূলে রয়েছে সুযোগ-সুবিধা দিয়ে কর্মীদের বিদায় করা। প্রশাসন আর্থিক প্রণোদনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এ প্রস্তাব প্রত্যাখ্যানকারীদের চাকরিচ্যুতির হুমকি দিয়ে রেখেছিল।

ফেডারেল সরকারের এইচআর অফিসের তথ্য অনুযায়ী, কর্মীদের অনেকে তাদের স্ব স্ব সংস্থা ছেড়েছেন কয়েক মাস আগে। এর আগে কার্যত তারা ছিলেন বৈতনিক ছুটিতে।

গণচাকরিচ্যুতি নিয়ে ইউনিভার্সিটি অব মিশিগানের ফোর্ড স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ডন ময়নিহান বলেন, এ সপ্তাহের প্রস্থানের সবচেয়ে বড় প্রভাব হবে বিপুলসংখ্যক অভিজ্ঞ সরকারি কর্মীর মেধার স্থানান্তর। দক্ষ কর্মী হারানো এ ক্ষতি পূরণ করা কঠিন হবে। 

তার ভাষ্য, সরকারি কর্মসূচিগুলো গভীর জ্ঞান ও দক্ষতার সঙ্গে পরিচালনায় অনেক বছর লাগে। বর্তমানে অভিজ্ঞদের বড় অংশ অন্যত্র চলে যাচ্ছেন। বর্তমান ও প্রাক্তন অনেক সরকারি কর্মী এবং শ্রমিক সংঘ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রয়টার্স জানতে পেরেছে, অভিজ্ঞতার ঘাটতি অনেক সংস্থার দৈনন্দিন কর্ম পরিচালনা এবং অ্যামেরিকান জনগণকে সেবা দেওয়া কঠিন করে তুলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়