শিরোনাম
◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহায় আন্তর্জাতিক সম্মেলন: কাতারের পাশে আছে আরব ও ইসলামিক বিশ্ব

কাতার নিঃসঙ্গ নয়। তার পাশে আছে আরব ও ইসলামিক বিশ্ব। কাতারের রাজধানী দোহায় ইসরাইলের নৃশংস হামলার পর আরব ও ইসলামিক নেতাদের জরুরি সম্মেলনের প্রস্তুতি মিটিংয়ে এ অভয়বাণী দিযেছেন আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইতি। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, তিনি রবিবার ইসরাইলের কড়া সমালোচনা করেছেন। সতর্কতা দিয়ে বলেছেন, একটি অপরাধের সময় নীরবতা আরও অপরাধের জন্য পথ তৈরি করে দেয়।

দোহায় বসছে এই জরুরি সম্মেলন। সেখানে আবুল গেইত বলেন- এই সামিট নিজেই একটি শক্তিশালী বার্তা বহন করে। তা হলো- কাতার একা নয়। এর পাশে আছে আরব ও ইসলামিক বিশ্ব। তিনি সতর্ক করে বলেন, গাজায় যে গণহত্যা চলছে সে বিষয়ে আন্তর্জাতিক বিশ্ব দু’বছর ধরে নীরবতা অবলম্বন করছে। এর সরাসরি ফল হলো ইসরাইলের হামলা। উল্লেখ্য, গত ৯ই সেপ্টেম্বর হামাসের কয়েকজন কর্মকর্তার দোহা’র বাড়ি লক্ষ্য করে অপ্রত্যাশিত হামলা চালায় ইসরাইল। এর ফলে পুরো বিশ্বে নিন্দার ঝড় ওঠে। ফলে আরব ও ইসলামিক দেশগুলোর টনক নড়েছে। তারা জরুরি বৈঠক আহ্বান করেছে। এর আগেও যখন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া শুরু হয়েছে, তখন থেকেই এসব দেশ বা সংগঠন জোরালো নিন্দা প্রকাশ করেছে।

ব্যাস, ওই পর্যন্তই। ফলে ইসরাইল দেখেছে গাজাবাসীকে মেরে শেষ করে দিলেও তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার কেউ নেই। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। ইসরাইল ভাল করেই জানে, গাজার মাটিকে যদি ‘দোযখের আগুনে’ জালানো হয়, তবু ইসরাইলকে কেউ কিছু করতে পারবে না। ফলে এবারের এই সম্মেলন যখন আয়োজন করা হয়েছে, তা কিন্তু গাজায় গণহত্যার প্রতিবাদে নয়। এটা আয়োজন করা হয়েছে দোহায় হামলার কারণে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির মতে, সোমবার এই সামিটে কাতার রাষ্ট্রের বিরুদ্ধে ইসরাইলি হামলার একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা হবে। তার কথায় এটা স্পষ্ট যে, এটা দোহা হামলাকে কেন্দ্র করে। যখন এই সম্মেলন হচ্ছে, তখন গাজায় রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইসরাইল।

একই প্রস্তুতিমুলখ মিটিংয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রাহমান আল থানি আন্তর্জাতিক দুনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দ্বিমুখী অবস্থান নেয়া বন্ধ করতে। একই সঙ্গে এটাকে অপরাধ হিসেবে গণ্য করে ইসরাইলকে শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। সম্মেলন শুরুর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদে লাতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তারা আরব-ইসলামিক ঐক্যের বিষয়টিকে জোর দিয়ে তুলে ধরেছেন। এ অঞ্চলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থ ও স্থিতিশীলতার জন্য সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। দোহা সম্মেলনে যোগ দিতে রোববারই সেখানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের। সূত্র : মানবজমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়