অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ।বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবশেষে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কবে তিনি যুদ্ধ বন্ধ করবেন। তিনি বলেছেন, হামাস নেতাদের নির্মূল করলেই শুধুমাত্র গাজায় যুদ্ধের অবসান ঘটবে।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ‘কাতারে বসবাসকারী হামাসের সন্ত্রাসী নেতারা গাজার জনগণের কথা ভাবেন না। যুদ্ধকে অবিরামভাবে টেনে নেওয়ার জন্য তারা সমস্ত যুদ্ধবিরতি প্রচেষ্টা অবরুদ্ধ করেন।’ তিনি বলেন, ‘তাদের নির্মূল করলে আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার প্রধান বাধা দূর হবে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরের কয়েক ঘণ্টা আগে বলেন, কাতারে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলা তাদের জোটকে ব্যাহত করবে না। তিনি বলেন, কাতারের হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুশি নন’, তবে এতে করে তাদের জোটের ওপর কোনও প্রভাব পড়বে না।
তার কিছুক্ষণ পরেই নেতানিয়াহু যুদ্ধ নিয়ে মন্তব্য করেন।