শিরোনাম
◈ সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন ◈ ইভ্যালির রাসেলকে ধরিয়ে দিতে নগদ পুরস্কারের ঘোষণা, রাজধানীজুড়ে পোস্টার ◈ শুধু গভীর সমুদ্রবন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ ৬ সেপ্টেম্বর সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ◈ নাটোরে গাঁজা জব্দে গরমিল: ২৮ কেজি উদ্ধারের পর থানায় জমা মাত্র ৭ কেজি! উদ্ধারকারী এসআই ক্লোজড্ ◈ হা‌সিনা পা‌লি‌য়ে যাবার পর আ‌ন্দোল‌নের কৃ‌তিত্ব নি‌য়ে লড়াই চল‌ছে:  আমীর খসরু ◈ পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু ◈ ডাকসু নির্বাচন : যাকে ভোট দিতে বলছেন শায়খ আহমাদুল্লাহ ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে ◈ লটারিতে নয়, প্রক্রিয়াতেই ডিসি নিয়োগ হবে: জনপ্রশাসন সচিব

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন: প্রশ্ন ভারতের সংসদ সদস্যের

ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে বলেন, ‘এই প্রথম কোনো সরকার দেখছি, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।’ 

মহুয়া মৈত্র বলেন, ‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-আমাদের ভাষা এক, মানুষ এক। এক সময় আমরা অবিভক্ত বাংলা ছিলাম। কিন্তু ১৯৭১ বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়। এই বাংলাদেশই শুধু আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল। আমরা আজীবন এই অঞ্চলেই আছি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রথম সরকার দেখলাম, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করে দিচ্ছে। ভারতের প্রত্যেকটা বিজেপি নেতা এমন মনোভাব দেখাচ্ছেন যে, বাংলাদেশের মানুষ সবাইই নাকি বদ প্রকৃতির, সবাইই নাকি অসভ্য। কই! আমরা তো কোনো দিনও এটা দেখিনি।’ 

তিনি আরও বলেন, ‘ওরা (বিজেপি) বারবার বলে যাচ্ছে অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! অনুপ্রবেশকারী! আমাদের কথাটা খুবই সহজ-ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী এবং সরাসরিভাবে তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সুতরাং অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।’

গত ২৬ আগস্ট রাজ্যটির নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এরকম মন্তব্য করেন। মহুয়ার সেসব বক্তব্য ভাইরাল হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়