শিরোনাম
◈ ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ◈ চলতি বছরের পাঁচ মাসে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বাস্তবায়নে অগ্রসর ২০% ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা ◈ মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন ◈ ‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক ◈ জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ◈ জেল ভাঙার এক বছর পরও ৭০০ বন্দি পলাতক, নাম বদলাচ্ছে ‘কারাগার’ হচ্ছে Correction Services Bangladesh ◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
 
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়নের দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু হওয়া দুই শ্রমিক হলেন, একই এলাকার সোলাইমানের ছেলে মো. নাজিম (২৭) এবং আব্দুল আলিমের ছেলে মো. তারেক (১৯)।
 
জানা গেছে, ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, সেপটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
তিনি জানান, দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় থাকায় সেপটিক ট্যাংকটিতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। যখন তারা কাজ করতে নামেন তখন অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলে। ট্যাংকের ভিতর দীর্ঘক্ষণ থাকায় তাদের মৃত্যু হতে পারে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়