শিরোনাম
◈ যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি, ভিডিও ভাইরাল ◈ ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ◈ ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ ◈ সাকিব আল হাসান আবারও বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ◈ যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ ◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র 

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হামাস ইসরায়েলি সেনাশিবিরে হামলা চালানোয় গাজ়া নিয়ে আরও কঠোর নীতি নেতানিয়াহুর

এল আর বাদল : দক্ষিণ গাজ়ার খান ইউনিসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সেনাশিবিরে হামলা প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের! বুধবার পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা। ওই ঘটনায় ইজ়রায়েলের তিন সেনাকর্মী আহত হয়েছেন। পাল্টা আক্রমণে প্রাণ গিয়েছে দশ বন্দুকধারীর।

বৃহস্পতিবার ভোররাতে আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ হামাসের সশস্ত্র যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে সেনাশিবিরের দিকে এগোতে থাকেন। তাঁদের হাতে মেশিনগান এবং আরপিজি ছিল। 

তবে হামাসের বড়সড় ওই আক্রমণ প্রতিহত করেছেন কাফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সেনাকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ১৮ জন হামাস সদস্য এই হামলা চালিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কোনও মতে পালিয়ে গিয়েছেন বাকিরা। সম্ভবত সেনাদের অপহরণের লক্ষ্যেই হামলার ছক কষা হয়েছিল, এমনটাই দাবি ইসরায়েলের।

হামাসের হামলার খবরটি নিশ্চিত করেছেন আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন। হামলার দায় স্বীকার করে নিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। হামাসের দাবি, গোলাগুলির পাশাপাশি আত্মঘাতী বোমা হামলাও চালানো হয়। এতে কয়েক জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের। যদিও ইসরায়েলের তরফে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

অন্য দিকে, আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে বুধবারই গাজ়ার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রস্থলে ৩,৪০০টি আবাসন তৈরির প্রকল্পে সরকারি অনুমোদন মেলার পরেই ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, শীঘ্রই প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে ফেলা হবে। 

জেরুসালেমের পূর্বে ‘ই-১ নামে এই বসতি প্রকল্পের কাজ বহু বছর ধরে আটকে ছিল। বুধবার তাতেই সিলমোহর মিলেছে। সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ স্পষ্ট জানিয়েছে, গাজ়া দখলের পরিকল্পনা থেকে তারা সরেনি। ইতিমধ্যে শহরের প্রান্তে প্রান্তে আরও সেনা মোতায়েন করা হয়েছে। বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ৫০,০০০ সেনাকে মোতায়েন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়