শিরোনাম
◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত! ◈ পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই ◈ আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ◈ ইংল‌্যান্ডসহ ১৪‌টি দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকছে? ◈ শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর ম‌হিলা কোপা আ‌মে‌রিকার শি‌রোপা জিত‌লো ব্রাজিল ◈ জাতীয় ক্রিকেট লি‌গে বরিশালের প্রধান কোচ মোহম্মদ আশরাফুল ◈ নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত, কুমিল্লায় চাঞ্চল্য ◈ কক্সবাজারে ৭২ জন যাত্রী নিয়ে উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা ◈ এবার জামায়াতে ইসলামী দলকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ◈ রাজসাক্ষী দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—প্রকৃতি ধ্বংসে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা

ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ মুছে যেতে পারে বলে সতর্কতা আরোপ করেছেন দেশেটির সুপ্রিম কোর্ট। বিশেষ করে প্রদেশেটিতে প্রকৃতিবিধ্বংসী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খবর এনডিটিভি

বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানান, এই অবস্থা চলতে থাকলে ‘ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ’।

এই পর্যবেক্ষণ আসে একটি মামলার শুনানিতে, যেখানে হিমাচল হাইকোর্ট ‘সবুজ অঞ্চল’ ঘোষণার একটি আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেননি, তবু রাজ্য ও কেন্দ্রকে কড়া ভাষায় সতর্ক করেছেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ‘রাজস্ব আদায় প্রয়োজনীয় হলেও তা কখনোই প্রকৃতি ও পরিবেশের বিনিময়ে হতে পারে না।’

সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন, পর্যটনশিল্প, চার লেনের রাস্তা, টানেল, রোপওয়ে এবং হাইডেল পাওয়ার প্রকল্পের নামে পাহাড়ে যে নির্মাণ প্রকল্প চলছে, তা ভয়ংকর পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে। একের পর এক ভূমিধস, ঘরবাড়ি ধ্বংস, পাহাড় ধসে পড়ার পেছনে রয়েছে নির্মাণের নামে প্রকৃতির অবাধ শোষণ।

বিচারপতিরা মন্তব্য করেছেন, ‘শুধু প্রকৃতিকে দোষারোপ করলেই চলবে না, দায় নিতে হবে আমাদেরও। প্রকৃতির প্রতিশোধ বড় ভয়ংকর।’

শীর্ষ আদালত পরামর্শ দিয়েছেন, সমগ্র হিমালয়সংলগ্ন রাজ্যগুলোকে সম্মিলিতভাবে ভৌগোলিক ও পরিবেশগত দিকগুলো বিবেচনায় রেখে উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে। এজন্য আগামী ২৫ আগস্টের মধ্য হিমাচল সরকারকে ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর নির্দেশ দেয়া হয়েছে। অনুবাদ: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়