শিরোনাম
◈ ‘আমি গ্রেপ্তার হইনি, আমি কোথাও চাঁদাবাজিও করি নাই’ ◈ এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়: ঐকমত্যে পৌঁছাল রাজনৈতিক দলগুলো, আসছে স্বাধীন পুলিশ কমিশন ◈ নির্বাচনকে ভয় পেলে রাজনীতির দরকার নেই: আমীর খসরু ◈ বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের বিরুদ্ধে ভারত বিরোধিতা আত্মঘাতী কৌশল ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুগ যুগ ধরে যে মন্দিরকে কেন্দ্র করে থাইল্যান্ড-কম্বোডিয়ার দ্বন্দ্ব

একটি পাথরের মন্দির—নীরব, স্থির। কিন্তু তার চারপাশে যেন জ্বলছে বজ্রনীনাথ। শতবর্ষ পেরিয়ে এসেও থামেনি এই লড়াই। কারণ, ইংল্যান্ড ও কম্বোডিয়ার অতীত এবং বর্তমানের এই দ্বন্দ্বে মন্দিরটি আর কেবল একটি স্থাপনা নয়—এটা এখন সম্মানের প্রতীক, ইতিহাসের ছায়া এবং ভূখণ্ডের দাবি।

দুই দেশের সীমান্তে ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ের ভেতর এক জায়গা, যার নাম এমারেল্ড ট্রায়াঙ্গেল। এখানেই এসে মিলেছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস—এই তিন দেশের সীমানা। এই এলাকায় রয়েছে বহু প্রাচীন মন্দির। তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হলো ১১০০ শতকে তৈরি প্রেয়াহ বিহার মন্দির।

কম্বোডিয়া একসময় ছিল ফরাসি উপনিবেশের অন্তর্ভুক্ত। ১৯০৭ সালে সেই উপনিবেশিক শাসকরাই তৈরি করে একটি মানচিত্র, যেখানে স্পষ্টভাবে প্রেয়াহ বিহারকে দেখানো হয় কম্বোডিয়ার অংশ হিসেবে। কিন্তু পরবর্তীতে থাইল্যান্ড তা মানতে চায়নি। তারা দাবি তোলে, মন্দিরটি তাদের সীমানার ভেতরেই অবস্থিত।

এই বিরোধ গড়ায় আন্তর্জাতিক আদালত পর্যন্ত। ১৯৬২ সালে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) রায় দেয় কম্বোডিয়ার পক্ষে। কিন্তু থাইল্যান্ড তখনও দাবি করে, শুধু মন্দির নয়, তার আশেপাশের ভূমিও তাদের। এই দ্বিধা থেকেই সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা।

২০০৮ সালে ফের উত্তেজনা তুঙ্গে ওঠে, যখন ইউনেস্কো প্রেয়াহ বিহারকে কম্বোডিয়ার অংশ হিসেবে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। তখনই দুই দেশের সেনারা সীমান্তে মুখোমুখি অবস্থান নেয়। ২০১১ সালে রীতিমতো গোলাগুলিও হয়, ঘটে প্রাণহানির ঘটনা। এর প্রেক্ষিতে ২০১৩ সালে আদালত আবার রায় দেয় কম্বোডিয়ার পক্ষেই।

তবে এই রায়ও থামাতে পারেনি সীমান্তে থাকা অস্পষ্টতা ও পারস্পরিক সন্দেহ। এর আগেও ২০০০ সালে সমাধানের খোঁজে দুই দেশ মিলে তৈরি করেছিল যৌথ সীমান্ত কমিশন (JBC)। সব পক্ষকে নিয়ে আলোচনা চললেও শান্তি আসেনি।

২০২৫ সালের ১৪ জুন নমপেনে আবারও বৈঠক হয় JBC-র উদ্যোগে। তবে এখনো আসেনি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি। আলোচনার টেবিলেই পড়ে আছে শান্তির আশা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়