শিরোনাম
◈ কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল (ভিডিও) ◈ ‘আমি গ্রেপ্তার হইনি, আমি কোথাও চাঁদাবাজিও করি নাই’ ◈ এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়: ঐকমত্যে পৌঁছাল রাজনৈতিক দলগুলো, আসছে স্বাধীন পুলিশ কমিশন ◈ নির্বাচনকে ভয় পেলে রাজনীতির দরকার নেই: আমীর খসরু ◈ বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের বিরুদ্ধে ভারত বিরোধিতা আত্মঘাতী কৌশল ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে বন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় কারাগারে থাকা মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন।

রোববার (২৭ জুলাই) ভোররাত ৪টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে কারাগারে বুক ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যাথা হলে জেলখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, ভোর চারটার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জেল সুপার জানান, চলতি বছরের ৫মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সিগঞ্জ কারাগারে বন্দী ছিলেন। তবে ভর্তির সময় তার বুক ব্যাথার কোন উপসর্গ ছিলো না। বা আগে কখনোই এ সমস্যা হয়নি তার।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, নিহত সারোয়ার হোসেন নান্নু গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় একটি হত্যা মামলার আসামি। তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

সারোয়ার হোসেন নান্নু মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের আত্মীয়। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়