শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় নাগরিকদের নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রতিটি নাগরিককে ১০০ রিঙ্গিত করে অর্থ সহায়তা দেওয়া হবে, যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এ ধরনের সহায়তায় ব্যয় হবে মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত।

তবে সরকারের এ পদক্ষেপের মধ্যেও অসন্তোষ প্রশমিত হয়নি। প্রধানমন্ত্রী আনোয়ারের বিরুদ্ধে পদত্যাগের দাবি জানিয়ে রাজধানী কুয়ালালামপুরে আগামী শনিবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে না পারা এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে এ আন্দোলন অনুষ্ঠিত হবে। কুয়ালালামপুর পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভে ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতি হতে পারে।

আনোয়ার প্রশাসন ইতোমধ্যে সরকারের রাজস্ব ও জাতীয় উৎপাদন বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন মজুরি নির্ধারণ, বিদ্যুৎ বেশি ব্যবহারকারীদের জন্য বিল বৃদ্ধি এবং বিক্রয় ও সেবা কর বাড়ানো। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বিত্তশালী ও বড় ব্যবসায়ীদের কাছ থেকে অধিক কর আদায়।

তবে সমালোচকরা বলছেন, রাজস্ব বৃদ্ধির এসব উদ্যোগের নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। সরকারের এই পদক্ষেপগুলো জনসাধারণের দৈনন্দিন জীবনে আরও চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। বর্ধিত জীবনযাত্রার ব্যয় ও সরকারের অর্থনৈতিক নীতির কারণে আনোয়ার সরকারের বিরুদ্ধে দেশের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র : রয়টার্স ও আল-জাজিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়