শিরোনাম
◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি ◈ কোকেন পাচারে গ্রেফতার, সন্তানের সঙ্গে যোগাযোগহীন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগিল ◈ ২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায় ◈ গোপালগঞ্জ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগ! ◈ হরভজন সিং‌য়ের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার মে‌হে‌দি হাসান ◈ ১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস ◈ ইসরাইল ১২ দিনের যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কালোজাদু দাবি ইরানের, মোসাদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ◈ এনসিপি নেতাদের উপহাস করার অভিযোগে দিনাজপুরের এএসপি প্রত্যাহার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

নোবেল একাডেমির সাবেক এক শিক্ষিকা ও কোচ তার সাবেক একজন ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে ধরা খেয়েছেন। শুধু তাই নয়। একই সঙ্গে তার বিরুদ্ধে এক বছরের জেল দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডের কুয়াহোগা কাউন্টি কোর্ট অব কমন প্লিয়াস তাকে এই শাস্তি দিয়েছে। ওই শিক্ষিকার নাম আমান্ডা পোলজনার (৩৪)। 

২রা জুন তিনি যৌন সম্পর্ক স্থাপনের চার দফা অভিযোগ স্বীকার করে নেন। কম বয়সী একজন ছাত্রীর সঙ্গে বেআইনি যৌন সম্পর্কের অভিযোগও স্বীকার করেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পর্যন্ত ইউক্লিডে নোবেল একাডেমিতে শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। সেখানে তিনি গণিতের শিক্ষিকা ছিলেন। একই সঙ্গে অ্যাথলেট কোচ এবং পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তার এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন পোলজনার। যে ছাত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ক স্থাপন করেছেন, তিনি এখন প্রাপ্ত বয়স্ক। ইউক্লিড এলাকার পুলিশকে তিনি বলেছেন, তার বয়স যখন মাত্র ১৪ বছর তখনই ওই শিক্ষিকা তাকে যৌন নির্যাতন করেছেন। তখন নির্যাতিত ছাত্র মাধ্যমিক স্কুলের একজন বাস্কেটবল খেলোয়াড় ছিল। তিনি বলেছেন, কমপক্ষে দুই বছরে তাকে পোলজনার বহুবার যৌন নির্যাতন করেছেন। 

তিনি আরও বলেছেন, বাস্কেটবল গেম খেলা শেষ করে স্কুল বাসে করে বাসায় ফেরার পথে বাসের পিছনে নিয়ে তাকে যৌন নির্যাতন করতেন পোলজনার। নোবেল একাডেমির লকার রুমে নিয়ে এবং পোলজনারের বাড়িতেও একই কাজ করতেন। ওই স্কুলের একজন মুখপাত্র বলেছেন, তারা স্কুলের নিরাপত্তার বিষয়ে খুবই সিরিয়াস। দাবি করেছেন, ২০১৯ সালের পর কোনো রকম অসদাচরণের মতো তথ্যপ্রমাণ নেই। অথবা অন্য কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়