শিরোনাম
◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট ◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের পতন নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন আইনস্টাইন! কি ছিল ভবিষ্যদ্বাণী? (ভিডিও)

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার কারণে চরম রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার। অভ্যন্তরীণভাবেও দুর্বল হয়ে পড়েছে এই রাষ্ট্র—এমনটাই মনে করছেন অনেক ইসরায়েলি নাগরিক। তবে এই চিত্র নতুন কিছু নয়। আজ থেকে প্রায় আট দশক আগেই এমন পরিণতির আভাস দিয়েছিলেন বিশ্বের অন্যতম প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হামলার পর শুরু হয় ইসরায়েলের ভয়াবহ গণহত্যা। প্রতিদিন বোমাবর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে নারী ও শিশুর দেহ। এসব দৃশ্য গোটা দুনিয়ার বিবেকবান মানুষকে নাড়া দিচ্ছে। এমন বাস্তবতায় ফের সামনে এসেছে আইনস্টাইনের সেই ঐতিহাসিক সতর্কতা।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার এক দশক আগেই আইনস্টাইন বলেছিলেন, প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের ধারণা মূলত ইহুদি জাতীয়তাবাদের চেতনাবিরোধী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি নিপীড়নের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া এই পদার্থবিদ সহিংস জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদবিরোধী মনোভাবের জন্য সুপরিচিত ছিলেন।

১৯৪৮ সালে ইসরায়েলের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন যুক্তরাষ্ট্র সফরে গেলে, আইনস্টাইনসহ একদল ইহুদি বুদ্ধিজীবী নিউইয়র্ক টাইমসে একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে বেগিনের হেরুত পার্টিকে সরাসরি নাৎসি ও ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে তুলনা করা হয়। ওই পার্টিরই উত্তরসূরি বর্তমান লিকুদ পার্টি, যার নেতৃত্বে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

Ezoic
ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার আগের সহিংস ঘটনার বিরোধিতা করে ১৯৫২ সালে দেশটির রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন আইনস্টাইন। তিনি এক খোলা চিঠিতে উল্লেখ করেন, ‘যখন ইসরায়েলের ওপর সত্যিকারের এবং চূড়ান্ত বিপর্যয় নেমে আসবে, তখন তার জন্য প্রথম দায়ী থাকবে ব্রিটিশরা এবং দ্বিতীয়ত দায়ী থাকবে ইসরায়েলের অভ্যন্তরের সন্ত্রাসবাদী সংগঠনগুলো।’

তিনি আরও বলেন, তিনি এসব বিভ্রান্ত ও অপরাধী গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নন।

গাজার বর্তমান পরিস্থিতি যেন আইনস্টাইনের সেই ভবিষ্যদ্বাণীকেই বাস্তব করে তুলেছে। নেতানিয়াহুর একমাত্র রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে ইহুদি জনগণের নিরাপত্তাহীনতার অনুভূতি। ফিলিস্তিনি হামলার ভয় দেখিয়ে নিজেকে ‘যোগ্য নেতা’ হিসেবে উপস্থাপন করতেই মরিয়া তিনি।

আইনস্টাইনের মতো অনেক ইহুদি বুদ্ধিজীবীই আজ ইসরায়েল রাষ্ট্রের মৌলিক নীতি ও রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে মুখ খুলছেন। তাঁদের মতে, হেরুত দলের ফ্যাসিবাদী দর্শনের ছায়া এখন দৃশ্যমান লিকুদ পার্টিসহ ডানপন্থী দল ও সংগঠনগুলোর কার্যকলাপে।

এ কারণেই আইনস্টাইন বহু আগেই উপলব্ধি করেছিলেন—চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে গঠিত একটি রাষ্ট্র দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়