শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা  ◈ মার্কিন শুল্কে আতঙ্ক নয়, সুযোগ দেখার পরামর্শ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের ◈ সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, নগর ভবনের সামনে পুনরায় অবস্থান নিলেন ইশরাক সমর্থকরা ◈ বৈদেশিক আয় পাঠাতে খরচ বেড়েছে তিনগুণ: সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিকরা ◈ সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার ◈ ভারত সরকারের কড়া অবস্থানে বিপাকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা ◈ গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরুল হক নুর লাইভে এসে যা বললেন ◈ অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: বকেয়া বেতন না পেলে সরব না, দুই ঘণ্টার আল্টিমেটাম ◈ ছয় শিল্প গ্রুপের সম্পদের সন্ধান আরব আমিরাতে: অর্থ ফেরাতে সরকারের জোরালো কূটনৈতিক ও আইনি পদক্ষেপ

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনাম চালু করতে যাচ্ছে ১০ বছরের গোল্ডেন ভিসা

ভিয়েতনামের গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট, ব্যস্ত স্ট্রিট ফুডের গলি আর অপূর্ব প্যাগোডার মাঝে থাকতে আগ্রহীদের জন্য সুখবর—দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি নতুন গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড সরকারকে তিন-স্তরের ভিসা প্রোগ্রাম চালুর সুপারিশ করেছে।

এ প্রোগ্রামের প্রথম স্তর হলো গোল্ডেন ভিসা। এই ভিসাধারীরা ৫ থেকে ১০ বছর পর্যন্ত ভিয়েতনামে থাকতে পারবেন। পরবর্তীতে থাকার সময় আরও বাড়ানোর সুযোগ থাকবে।


দ্বিতীয় স্তরে থাকছে ইনভেস্টর ভিসা। এর মেয়াদও ১০ বছর। ইনভেস্টর ভিসাধারীরা ৫ বছর পরই স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করার সুযোগ পাবেন। 

তৃতীয় স্তরে থাকবে ট্যালেন্ট ভিসা, যা নির্দিষ্ট পেশাজীবীদের দেওয়া হবে। এ ভিসার মেয়াদ হবে ৫ বছর এবং সহজে নবায়নযোগ্য।

এই তিনটি নতুন ভিসা পাওয়ার নির্দিষ্ট যোগ্যতা-সংক্রান্ত শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি। আবেদন প্রক্রিয়াও এখনও শুরু হয়নি। তবে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ার কথা রয়েছে—অর্থাৎ সশরীরে দূতাবাসে গিয়ে কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ করার প্রয়োজন পড়বে না।

সাধারণত এ ধরনের গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করা হয় দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ ও দক্ষ পেশাজীবীদের আনার লক্ষ্যে। ভিয়েতনামের অর্থনীতি এখন শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল। দেশটি এই গতি ধরে রেখে অর্থনীতির আকার আরও বাড়াতে চায়।

বিশ্বব্যাংকের তথ্যমতে, ভিয়েতনাম মাত্র এক প্রজন্মেই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই বিনিয়োগকারীদের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয়। ভিয়েতনামের লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে উচ্চ-আয়ের দেশ হওয়া।

অ্যাডভাইজরি বোর্ড গোল্ডেন ভিসা প্রোগ্রামটি সারা দেশের চালুর আগে ফু কুয়ক, হো চি মিন সিটি, হ্যানয়, দা নাং-এর মতো বড় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তাব দিয়েছে। এসব জায়গায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন। 

নতুন এই ভিসা প্রোগ্রাম ভিয়েতনামের পর্যটন খাতকে বড় করার বৃহত্তর লক্ষ্যের অংশ। ২০২৫ সালের শেষ নাগাদ ২৩ মিলিয়ন বিদেশি পর্যটক আকর্ষণ করার লক্ষ্য নিয়েছে দেশটি। ২০২৪ সালে ভিয়েতনামে মোট ১৭.৬ বিদেশি পর্যটক গেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের দীর্ঘমেয়াদি বসবাসের ভিসা প্রোগ্রাম জনপ্রিয় হয়ে উঠছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইতিমধ্যেই দশ বছর বা তার বেশি সময় থাকতে আগ্রহী বিদেশিদের ভিসা দিচ্ছে।

অন্যদিকে ইউরোপে এই ধরনের ভিসা প্রোগ্রামগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মাল্টার গোল্ডেন পাসপোর্ট—যেখানে ৫.২৫ লাখ ইউরোর বিনিয়িময়ে ইউরোপীয় নাগরিকত্ব পাওয়া যেত—সম্প্রতি বাতিল করেছে ইউরোপীয় আদালত। স্পেনও তাদের প্রোগ্রাম (যাতে ৫ লাখ ইউরো মূল্যের রিয়েল এস্টেট বিনিয়োগের বদলে ৩ বছরের রেসিডেন্সি মিলত) এপ্রিলের শুরুতেই বাতিল করে দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়