শিরোনাম
◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, জুনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে তার দেশ।  গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মাখোঁ আরও জানান, ফ্রান্সের এই সিদ্ধান্তের হাত ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, যা তারা এখনো দেয়নি।

ফ্রান্স ফাইভ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, 'আমাদেরকে (ফিলিস্তিন রাষ্ট্রের ) স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া নিয়ে এগিয়ে যেতেই হবে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা তা করব। তবে আমি এটা কাউকে খুশি করার জন্য করছি না। আমি এটা করব কারণ কোনো এক পর্যায়ে এটাই সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।'

'পাশাপাশি আমি একটি সমন্বিত উদ্যোগে অংশ নিতে চাই। এই উদ্যোগের মাধ্যমে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তারা ইসরায়েলকেও স্বীকৃতি দেবে। তাদের অনেকেই এখন এ কাজটি করছে না', যোগ করেন তিনি।

প্রায় ১৫০টিরও বেশি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ বেশিরভাগ পশ্চিমা শক্তিশালী রাষ্ট্র এখনো দেশটিকে স্বীকৃতি দেয়নি।

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া আরব দেশের মধ্যে আছে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন।

মাখোঁ বলেন, 'আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে জুনের কোনো এক সময় সৌদি আরবকে পাশে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা, যেখানে আমরা বেশ কয়েকটি দেশের ইসরায়েল-ফিলিস্তিন উভয় দেশকেই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করব।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়