শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী!

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং মিশরের সশস্ত্র বাহিনী সম্পর্কে দেশটির কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ড. সামির ফারাগের এক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।  খবর: মিডল ইস্ট মনিটর

গেল শনিবার সাদা এল-বালাদ টিভিতে প্রচারিত মিশরীয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে মিশরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ। 

 সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
 
ড. সামির ফারাগ বলেন, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিশরে উদ্বেগ স্বাভাবিক। আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে এমন ধারণা নিয়ে মিশরের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে।’ 
 
ফারাগ মিশরীয়দের মধ্যে ‘নতুন করে দেশপ্রেমের চেতনা’র কথা তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল ফিতরের সময় নাগরিকদের কাছ থেকে সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান ‘ত্যাগ এবং জাতীয় কর্তব্যের একটি স্বাভাবিক অনুভূতির’ দিকটিই প্রতিফলিত করে।
 
ফিলিস্তিনিদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হামাসের ভূমিকার কথাও উল্লেখ করেন ড. ফারাগ, এর তুলনা করেন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সাথে।
 
‘মিশরের প্রতি নমনীয়’ হিসেবে বর্ণনা করে হামাসের প্রশংসা করেন ফারাগ, বিশেষ করে গাজায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার প্রস্তাবে সম্মত হওয়ার জন্য। তিনি ভবিষ্যতের আলোচনায় আরও নমনীয় (হামাসকে) হওয়ারও আহ্বান জানান। 
 
তিনি আরও বলেন, ‘হামাসের আর আগের মতো সামরিক শক্তি নেই, তবে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।’ অনুবাদ: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়