শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ২ পাকিস্তানিসহ ২১ জন গ্রেপ্তার, নেপথ্যে যে কারণ

সৌদি আরবজুড়ে ১১ জন ইথিওপিয়ান, ৫ জন ইয়েমেনি ও ২ জন পাকিস্তানিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছেন দেশটির প্রশাসন। শনিবার (৫ এপ্রিল) মাদক চোরাচালানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের।

দেশটির আসিরের আল-রাবোহ সেক্টরে ৫৪০ কেজি  ক্যাথিন ও ক্যাথিনোন সমৃদ্ধ মাদক কাত পাচারের সময় কয়েকজন চোরাকারবারীকে ধরে ফেলে বর্ডার গার্ড ল্যান্ডের টহল দল।

একই এলাকায় অন্য দুটি অভিযানে, ২৫ কেজি কাতসহ দুই ইথিওপিয়ান এবং ৬৬ কেজি কাত পাচারের জন্য তিন ইয়েমেনিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।

জাজান অঞ্চলের আল-তাওয়াল সেক্টরে স্থল টহল দল ৫১.৪ কেজি গাঁজা সদৃশ মাদক হাশিশ পাচার ব্যর্থ করে দেয়। এ ছাড়া দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রিয়াদে দুই পাকিস্তানিকে ১.৬ কেজি মেথামফেটামিনসহ (স্থানীয়ভাবে শাবু নামে পরিচিত) গ্রেপ্তার করেছে।

জেদ্দায় ৬ কেজি হাশিশসহ একজন ইথিওপিয়ান, দুই ইয়েমেনি এবং একজন ফিলিস্তিনি এবং এক সৌদি নাগরিককে ৩০ কেজি হাশিশসহ আসির অঞ্চলে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। অ্যামফিটামিন বিক্রির অভিযোগে জউফ অঞ্চলে আরেক নাগরিককে গ্রেপ্তারের তথ্যও পাওয়া গেছে।

এ ছাড়া জাজানের আল-দায়ের সেক্টরে, বর্ডার গার্ড টহল দল ১৪৪ কেজি কাত পাচারের জন্য আট ইথিওপিয়ানকে হেফাজতে নিয়েছে। তাদের প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত সমস্ত জিনিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণকে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ বা অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে মাদক চোরাচালান বা বিক্রির রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে দেশটির প্রশাসন। অনুবাদ: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়