শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা রক্ষা করা ‘সম্ভব’ নয়: এরদোয়ান

তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান: সংগৃহীত

আঙ্কারায় সরকারবিরোধী তীব্র আন্দোলনের মধ্যে তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সমগ্র ইউরোপের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা রক্ষা করা ‘সম্ভব’ নয়।  এ ছাড়া মহাদেশটির সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মন্ত্রিসভার এক বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদুলো ও টিআরটি ওয়ার্ল্ড জানায়, বৈঠকে এরদোয়ান বলেছেন যে- ‘তুরস্ককে ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে, কেবল নিরাপত্তার দিক থেকে নয়, অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই। আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে, তখন তারা তুরস্কের সাথে সম্পর্কের গুরুত্বও বোঝে। আমরা এগুলোকে তুর্কি-ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি।’

তিনি বলেন, ‘ইউরোপীয় দেশ এবং ইইউর সাথে সম্পর্ককে অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার কাঠামোতে এগিয়ে নিতে প্রস্তুত তুরস্ক।’

এরদোগান আরও বলেন, ‘আঙ্কারা ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং শুরু থেকেই নিজেদের সঠিক অবস্থানে রেখেছে। তিনি বলেন,  শান্তির কোনও পরাজয় নেই, তুরস্ক এটিই প্রতিটি মঞ্চে জোর দিয়ে বলেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়