শিরোনাম
◈ তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:৫৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার ননদের স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এর আগে ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। এ ঘটনায় সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তিনি কারো কথা না শুনে উলটো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখেন। সবশেষ সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরেন অভিযুক্ত। পরে আরও ৪ জন এসে তার হাত ও মুখ-চোখ বেঁধে ফেলেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়