শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালালসহ কলকাতায় চার বাংলাদেশি গ্রেফতার

এক ভারতীয়  দালালসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে পাঠালো পুলিশ। স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরালী সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ এক দালালসহ এক বাংলাদেশি গ্রেফতার করে।

ধৃত ওই বাংলাদেশির নাম তাজিবুল সরদার। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। আর ধৃত ওই দালালের নাম সুমন মোল্লা, তার বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া এলাকায়। 

এর পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকায় শনিবার রাতে ঘোরাঘুরি করছিল আয়নাল খাঁন নামে এক বাংলাদেশি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে । ওই বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।

সেই সঙ্গে হাড়োয়ার গোপালপুর এলাকা থেকে সেলিনা খাতুন নামে এক বাংলাদেশি গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। ধৃত ওই বাংলাদেশির বাড়ি নরসিংদী এলাকায়। অবৈধভাবে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে পেরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। হাড়োয়ার গোপালপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট আদালতে পাঠায়। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়