শিরোনাম
◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শেখ মুজিবকে নিয়ে বিতর্কে কঙ্গনা! (ভিডিও)

বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত। কিছুদিন পরপরই নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকেন তিনি। প্রায় দেড় বছর ধরে তার ইমারজেন্সি সিনেমাটি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পরেই নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।

গেল ১৭ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমার্জেন্সি। সিনেমাটি মুক্তির আগে থেকেই ইতিহাস ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে বারবার ঝামেলায় পড়তে হয়েছে কঙ্গনাকে। যা মুক্তির পরেও অব্যাহত। শুধু তাই নয়, সিনেমাটি নিয়ে চলমান বিতর্কের আজ ভারতের সীমানা ছাড়িয়ে এসেছে বাংলাদেশেও। কারণ কঙ্গনার এই সিনেমায় আছেন শেখ মুজিবুর রহমানও।

জানা যায়, ১৯৭৫ সালে ২১ মাস জরুরি অবস্থা জারি করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি।

এরই মধ্যে ইমার্জেন্সি ছবির কয়েকটি ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যার মধ্যে একটি ক্লিপে দেখা যাচ্ছে, হিন্দিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তার মুখ থেকে এসেছে ভারতের প্রতি আজীবন আনুগত্য থাকার প্রতিশ্রুতি। এমনকি বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে ভারত এমন কথা বলতেও শোনা গেছে।

ভাইরাল হওয়া আরেকটি ক্লিপ দেখা গেছে শেখ মুজিবর রহমানের মৃত্যুর দৃশ্য। সেই দৃশ্য দেখলে যে কোনো বাংলাদেশি অপমানিত বোধ করবেন, তা তিনি যে রাজনৈতিক মতাদর্শেরই হোন না কেন। 

মূলত আসলে ভারতের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ ও শেখ মুজিব নিয়ে যেসব গালগল্প প্রচলিত, সেগুলোই পর্দায় তুলে ধরেছেন কঙ্গনা। যার সাথে বাস্তবের মিল নেই বললেই চলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়