শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৯:৫২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এমা রেনল্ডস টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছেন। খবর রয়টার্সের।  

৪৭ বছর বয়সী এমা রেনল্ডস গত বছরের নির্বাচনে ওয়াইকম্ব থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনের মধ্য দিয়ে ১৪ বছর পর লেবার পার্টি আবার ক্ষমতায় ফিরে আসে। এর আগে এমা ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়ে অভিজ্ঞতা অর্জন করেন।  

এমা রেনল্ডসের আগে এই দায়িত্বে ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে টিউলিপ দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ক্ষমতার অপব্যবহার করে বিনা মূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে তাকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে বিতর্ক শুরু হয়।  

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে টিউলিপ বিশেষ সুবিধা নিয়েছেন। এ বিষয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে থাকায় ক্ষমতাসীন লেবার পার্টি চাপে পড়ে। মঙ্গলবার এ অভিযোগ ও সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ।  

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। তবে তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠে আসায় এটি লেবার পার্টির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।  

টিউলিপের পদত্যাগের পর নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে এমা রেনল্ডসকে দায়িত্ব দেওয়া হয়েছে। লেবার পার্টি আশা করছে, তার অভিজ্ঞ নেতৃত্বে যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়