শিরোনাম
◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল ◈ খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪ ◈ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল, প্রশ্ন করলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

মনিরুল ইসলাম: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ভারত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

সকাল সাড়ে ৮টার দিকে চার সদস্যের এই দলটি বার্ন ইনস্টিটিউটে পৌঁছায়। দলটিতে রয়েছেন নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারিতে বিশেষজ্ঞ দুই চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এই প্রতিনিধিদল মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন, তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেবেন এবং প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।

উল্লেখ্য, গত বুধবার রাত ৯টায় এই প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রোগীদের শারীরিক অবস্থার প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে আরও চিকিৎসক দল বাংলাদেশে পাঠানো হতে পারে।

এর আগে, গত মঙ্গলবার ভারত সরকার বাংলাদেশকে চিঠি দিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার আগ্রহ জানায় এবং কী ধরনের সহায়তা প্রয়োজন সে বিষয়ে দ্রুত জানাতে অনুরোধ করে। বাংলাদেশ সরকারের সাড়া অনুযায়ী, এই চিকিৎসক দল ঢাকা সফর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়