শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে কাজী মারুফের বাসায় তারকামেলা: অমিত হাসান-শাবনূরের নাচের ভিডিও ভাইরাল

ছেলে আইজানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ফুরফুরে মেজাজেই আছেন। ঘুরে-ফিরে বেড়াচ্ছেন, দেখা করছেন সেখানে থাকা পুরোনো সাথীদের সঙ্গে। যেমন কদিন আগেই তাকে দেখা গেল মৌসুমীর সঙ্গে। এবার দেখা গেল, অমিত হাসান, কাজী মারুফ, মাহিয়া মাহিদের সঙ্গে।

সামাজিকযোগাযোগ মাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে  গান বাজছে- একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও... সেই গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনূর। আয়োজনের অংশবিশেষ নিজের সোশ্যাল হ্যান্ডলে লাইভও করেছেন কাজী মারুফ।

রোববার (১৯ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন ছিল এটি। সেখানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়। একটি গানে অমিত হাসানের সঙ্গে দ্বৈতভাবে গেয়ে শোনান। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফের সঙ্গে আড্ডা দিয়েছেন। এ ছাড়া মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তার। একসঙ্গে সময় কাটাচ্ছেন, পুরনো দিনের গল্প করছেন, স্মৃতিচারণায় মেতেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়