শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০১:২৯ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রবীন্দ্রনাথ আমার স্বপ্নের কবি, আমি তার গল্প- কবিতার অনুরাগী : পরীমনি

মনিরুল ইসলাম : ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা পরীমনি এবার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট  গল্প অবলম্বন নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘শাস্তি’। রবীন্দ্রনাথ পরীমনির খুবই প্রিয় একজন কবি। তার প্রতি তার ভালোবাসা ও  শ্রদ্ধা ছিলো বরাবরই। বরি ঠাকুরের গল্প - কবিতা তার জীবনের সাথে জড়িত। রবি  ঠাকুরের সাহিত্যের প্রতি পরীমনির অনুরাগ সবসময় দেখা গেছে। 

এবার সময় এসেছে পরীমনির রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে অভিনয় করার।  সাথে রয়েছেন আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। 

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘শাস্তি’কে রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন কানাডানিবাসী পরিচালক লীসা গাজী। তাঁর ছবি দিয়ে প্রথম পর্দাভাগ করবেন চঞ্চল চৌধুরী-পরীমণি।

'শাস্তি' সিনেমাটির ঘোষণা দিতে আজ সোমবার বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে পরিচালক লীসা গাজী তার স্বপ্নের কথা তুলে ধরেন। কথা বলেন পরীমনি। চঞ্চল চৌধুরী। 

পরীমনি বলেন, আমি আমার স্বপ্নের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমার অফার পেয়ে  এক মুহুর্ত অপেক্ষা না করে রাজী হয়েছি। সবসময় রবীন্দ্রনাথ আমার কল্পনার এক কবি। স্বপ্নের কবি। তাঁর লেখা গল্প - কবিতা আমাকে টানে। 

তিনি বলেন, আমি কাজ করতে এসে নানা ধরনের সমস্যা পড়েছি। সবাই এমনিতেই আমাকে একটু বেশি শত্রু ভাবে। কেন ভাবে জানি না।

পরীমনি বলেন, সবাই দেখছে যে ইদানীং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার আমি হিরো ছাড়া কাজ কীভাবে করছি এবং কীভাবে করছি। আবার যখন হিরোদের সাথে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদের  পাওয়া যায় না। যদিও এসব আমার বলা উচিত নয়। 

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ সিনেমায় পরীর বিপরীতে কাজ করবেন  চঞ্চল চৌধুরী। এটি নির্মাণ করছেন লিসা গাজী। পরিচালক জানান,  চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

‌‘শাস্তি’ সিনেমার চারটি প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমনি, আনান সিদ্দিকা ও অর্ক দাস। আজকের সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

' শাস্তি’ গল্প দুই ভাই। দুখিরাম আর ছিদামের। রাগের মাথায় দুখিরাম খুন করে তার স্ত্রীকে। দাদাকে বাঁচাতে ছিদাম খুনের দায় চাপিয়ে দেয় তার স্ত্রী চন্দরার কাঁধে। খুনের অভিযোগে জেলবন্দি চন্দরা। নিজের ভুল বুঝতে পেরে আদালতে দায় স্বীকার করে দুখিরাম। অভিমানী চন্দরার মুখে কুলুপ। চন্দরা’র ভূমিকায় দেখা যাবে  পরীমণিকে।

এদিকে, এ বছর মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’। এই ছবিতে স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় দেখা যাবে পরীমনিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়