শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালসে শাকিব খানের মালিকানা নিয়ে যে তথ্য জানালো সূত্র

বিপিএলের গত আসরের ড্রাফটে অংশ নিয়ে আলো ছড়িয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিন্তু সদ্য শেষ হওয়া নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে দেখা যায়নি তাকে। এরপরই দেশের বেশকয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) একটি টিভি চ্যানেলকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানায়, শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন তথ্যটি পুরোপুরি সত্য নয়। তিনি (শাকিব) টিমের ২০ শতাংশ শেয়ারের মালিক। এটা আমরা দল পাওয়ার শুরু থেকেই।

মূলত, গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছিলেন শাকিব। মাঠে দল ভালো না করলেও গ্যালারি জমে উঠতো তার এক ঝলক পাওয়ার আশায়। 

এবার মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। কিন্তু নতুন মালিকপক্ষ শাকিব খানকে ছাড়েনি। তার নামে এখনো ২০ শতাংশ শেয়ার রয়েছে দলটির।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড

দেশি: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), মইনুল ইসলাম (১১ লাখ)।

বিদেশি:  দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ৬৫ হাজার ডলার, জুবায়েদ আকবরী (আফগানিস্তান) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ।

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : উসমান খান ও অ্যালেক্স হেলস। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়